চকরিয়ায় স্বামীর হাতে স্ত্রী খুন, ঘাতক স্বামী গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ায় পারিবারিক কলহের জের ধরে স্বামীর কোদালের আঘাতে খুন হয়েছেন নয়ন মনি (২৮) নামে এক গৃহবধূ।
মঙ্গলবার বিকাল ৩টার দিকে পারিবারিক কলহের জের ধরে স্বামী জালাল উদ্দিন (৩৫) তার স্ত্রী নয়ন মনিকে কোদাল দিয়ে আঘাত করলে গুরুতর আহত অবস্থায় নয়ন মনিকে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার দুপুরে মারা যায় গৃহবধু নয়ন মনি। উপজেলার সাহারবিল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পরিষদ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে গৃহবধূ নয়ন মনির উপর হামলার ঘটনায় মঙ্গলবার রাতে নিহতের চাচা মোহাম্মদ হোসেন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। এর পরপরই পুলিশ নয়ন মনির স্বামী জালাল উদ্দিনকে আটক করে। ঘাতক জালাল উদ্দিন ওই এলাকার খুইল্যা মিয়ার ছেলে। দাম্পত্য জীবনে নয়ন মনি ও জালাল উদ্দিনের সংসারে ৭ বছরের এক ছেলে ও দেড় বছরের এক কন্যা সন্তান রয়েছে।
স্থানীয় এলাকাবাসী সূত্র জানায়, ৭ বছর পূর্বে উপজেলার সাহারবিল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পরিষদ পাড়া এলাকার খুইল্যা মিয়ার ছেলে জালাল উদ্দিনের সাথে পারিবারিকভাবে ইসলামী শরিয়ত মতে বিবাহ হয় পার্শ্ববর্তী পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের বাসিন্দা নয়ন মনির সাথে। বিয়ের পর থেকে কোন রকম ঝগড়া বিবাদ ছাড়া তাদের দাম্পাত্য জীবন সুখেই কেটেছিল। ৮ বছরের দাম্পত্য জীবনে নয়ন মনি ও জালাল উদ্দিনের সংসারে ৭ বছরের এক ছেলে ও দেড় বছরের এক কন্যা সন্তান রয়েছে। মঙ্গলবার দুপুরে পারিবারিক তু”ছ ঘটনাকে কেন্দ্র করে জালাল উদ্দিন ও তার স্ত্রী নয়ন মনির মধ্যে বাগবিতন্ডা হয়। এসময় স্বামী জালাল উদ্দিন তার স্ত্রী নয়ন মনিকে শাররীক নির্যাতনের এক পর্যায়ে কোদাল দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন নয়ন মনি।চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করে। গতকাল বুধবার দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় গৃহবধু নয়ন মনি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হাবিবুর রহমান বলেন, উপজেলার সাহারবিল ইউনিয়নে গত মঙ্গলবার দুপুরে গৃহবধু নয়ন মনির উপর শাররীক নির্যাতনের ঘটনার পর ওইদিন রাতেই নিহত নয়ন মনির চাচা মোহাম্মদ হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে ঘাতক স্বামী জালাল উদ্দিনকে আটক করে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নিহত গৃহবধূ নয়ন মনির স্বামী জালাল উদ্দিনকে বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয় বলেও জানান তিনি।