চকরিয়ায় পুলিশের অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ আটক ১

চকরিয়ায় হারবাং পুলিশ ফাড়িঁ বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও ইয়াবাসহ মাহবুবুর রহমান ওরফে কালা মাহাবুব (৪৫) নামের এক শীর্ষ মাদক কারবারীকে গ্রেফতার করেছে ।
মঙ্গলবার ভোরে সাড়ে ৫টার দিকে উত্তর হারবাং কোরবানিয়া ঘোনা নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় দেশীয় তৈরি একটি এলজি (কাটা বন্দুক) ও ৫৩ পিস ইয়াবা পাওয়া যায়।
মাদক কারবারী কালা মাহবুব হারবাং ইউনিয়নের উত্তর হারবাং ৯নম্বর ওয়ার্ডের কোরবানিয়া ঘোনা এলাকার হাজি মোস্তফিজুর রহমানের ছেলে।
হারবাং পুলিশ ফাডিঁ ইনচার্জ মো,আমিনুল ইসলাম জানান,আটকৃত মাহবুব এর বিরুদ্ধে মাদকসহ আরো তিনটি মামলার গ্রেফতারী পরোয়ানা ছিল।
চকরিয়া থানার ওসি হাবিবুর রহমান বলেন,আটক কালা মাহবুবের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুইটি মামলা রজু করা হয়েছে।তাকে আদালতে মাধ্যেমে জেলহাজতে প্রেরন করা হয়।