ঢাকা শনিবার, ১৭ই মে ২০২৫, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২


সাদুল্লাপুরে সাংবাদিক মানহানির মামলায় মানববন্ধন অনুষ্ঠিত


২২ অক্টোবর ২০১৯ ২৩:০০

ছবি সংগৃহীত

গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা( পিআইও) নুরন্নবী সরকারের বিরুদ্ধে অনিয়ম দুর্নিতির সংবাদ প্রকাশ করায় যমুনা টিভির গাইবান্ধা জেলা প্রতিনিধিসহ ঢাকা ও গাইবান্ধা ১২ সাংবাদিকের বিরুদ্ধে রংপুরে হয়রানীমুলক মিথ্যা মানহানি মামলা দায়েরের প্রতিবাদে সাদুল্লাপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গবার (২২ অক্টোবর ) সাদুল্লাপুর উপজেলার কর্মরত সাংবাদিকদের সহযোগিতায় প্রেসক্লাবের আয়োজনে পাবলিক লাইব্ররী এন্ড ক্লাব চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যমের কর্মরত সাংবাদিক ছাড়াও উপজেলার বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষক ও সচেতন মহলসহ সাধারণ মানুষ অংশ নেয়।
মিথ্যা ও হয়রানি মামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা আ'লীগের সহ সভাপতি শামসুজ্জোহা প্রামানিক রাঙ্গা, সাদুল্লাপুর প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম রেজা,প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাফিজার রহমান ফারুক,সাবেক প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মাহমুদুল হক মিলন, সাদুল্লাপুর ডিগ্রী কলেজের সাবেক ভিপি সাজ্জাদ হোসেন পল্টন, জাসদের সাধারন সম্পাদক হাপিজার রহমান বাদল,ওয়াকার্স পার্টির সভাপতি কামরুল ইসলাম,রায়হানুল হক রবার্ট, সময় টিভির জেলা প্রতিনিধি রিপন আকন্দ,সাংবাদিক লাবলু প্রামানিক, আমিনুল,নলডাঙ্গার সাংবাদিক শাহিন সরকার,পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কুশিধ্বজ কুষি বাবু,যমুনা টিভির জেলা প্রতিনিধি জিল্লুর রহমান পলাশ, প্রমুখ।