আশুলিয়ায় চাঁদাবাজির সময় দুই ভুয়া পুলিশকে আটক

রিপন মিয়া, স্টাফ করেসপন্ডেন্ট: রাজধানীর অদূরে সাভার আশুলিয়ায় চাঁদাবাজি কালে দুই ভুয়া পুলিশকে আটক করে থানায় সোপর্দ করেছে এলাকাবাসী। সোমবার (২১ আক্টোবর) সকালে আশুলিয়ার ভাদাইল দক্ষিণ পাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার হাবিব হাওলাদারের ছেলে ইদ্রিস হাওলাদার ও অপরজন ফরিদপুরের নগরকান্দা থানার বাগবাড়ি গ্রামের শেখ শাহ আলমের ছেলে মোঃ শিপন। তারা উভয়েই আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় বসবাস করে আসছিলো। এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ মেহেদী হাসান জানান, ভাদাইল এলাকার স্থানীয় সাইজুদ্দিন নামের এক ব্যক্তিকে পুলিশ পরিচয়ে হুমকি ধামকি দিয়ে টাকা দাবি করে ইদ্রিস ও শিপন নামের ওই দুইজন। পরে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশে খবর দেন তিনি। তারপর ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করা হয়। এছাড়াও তারা পুলিশ পরিচয়ে বিভিন্ন প্রতারণা করে আসছিলো। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।