ঢাকা রবিবার, ১৮ই মে ২০২৫, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২


গোবিন্দগঞ্জে মৎসজীবি সম্ভু’মাঝিকে মারপিটের ঘটনায় আটক ৩


২১ অক্টোবর ২০১৯ ০৮:০৭

ছবি-নতুনসময়

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ মৎস্যজীবি সমিতির সভাপতি ও মহিমাগঞ্জ জিরাই গ্রামের মৃত-চৈতা হাওলাদারের ছেলে শ্রী সম্ভু হাওলাদার কে গত ১৯ অক্টোবর অনুমান সকাল ১১ টার দিকে একই উপজেলার শাখাহার ইউনিয়নের দইহারা গ্রামের রফিকুল ইসলামের ছেলে শাহিন মিয়ার নেতৃত্বে একদল যুবক বাড়ী থেকে ডেকে নিয়ে এসে কোচাশহর বাজারে বেদম মারপিটের ঘটনায় গোবিন্দগঞ্জ থানা পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে ৩ জন কে আটক করেছে।

আটককৃতরা হলেন উপজেলার শিবপুর ইউনিয়নের শ্রীমুখ গ্রামের নুরুল আমিন চেংটুর ছেলে রাসেল মিয়া (২৭) আব্দুর রশিদের ছেলে মোনারুল (২৮) মৃত আজাহার আলীর ছেলে অনু মিয়া (৩৫) গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একে এম মেহেদী হাসান জানান, ঘটনার সাথে জড়িত বাকিদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ দিকে মহিমাগঞ্জ মৎস্যজীবি সমিতির সাধারণ সম্পাদক শ্রী শিবাস চন্দ্র বলেন, প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের অনুরোধে গতকালের কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে এখনও ঘটনার নায়ক শাহিন মিয়া ও এর সাথে জড়িত গডফাদারদের পুলিশ গ্রেফতার করতে না পারায় আমাদের মৎস্যজীবি পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছে।

অপর দিকে গত ২০ অক্টোবর দুপুরে রংপুর ডিআইজি দেবদাস ভুট্ট্রাচার্য্য’র সাথে গোবিন্দগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী তনয় কুমার দেব ও সাধারণ সম্পাদক শ্রী রিমন তালুকদার মহিমাগঞ্জ মৎস্যজীবি সমিতির সভাপতি শ্রী সম্ভু হাওলাদের মারপিটের ঘটনা সম্পর্কে এক সাক্ষাতে বিস্তারিত অবহিত করেন। এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী রনজিৎ বকশি সূর্য্য, রংপুর জেলা পূজাউদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক।