ঢাকা সোমবার, ১০ই নভেম্বর ২০২৫, ২৭শে কার্তিক ১৪৩২


চাঁদাবাজি মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার


২০ অক্টোবর ২০১৯ ০৫:১৯

কুষ্টিয়ায় চাঁদাবাজি মামলার আসামি কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আনিচুর রহমান আনিচকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দুপুরে সদর উপজেলার আব্দালপুর ইউনিয়নের হাসানবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি জাহাঙ্গীর আরিফ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আনিচকে তার গ্রামের বাড়ির সামনে থেকে দুপুরে গ্রেফতার করা হয়। চাঁদাবাজি মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে একই মামলায় সদর উপজেলা যুবলীগ সভাপতি মিজানুর রহমান মিজু ও শহর যুবলীগের আহ্বায়ক সুজনকে গ্রেফতার করে পুলিশ। তারা কারাগারে রয়েছে।

গত ২০ সেপ্টেম্বর ইবি থানায় যুবলীগ ও ছাত্রলীগের ৬ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলাটি করেন ঝিনাইদহের শেখপাড়া এলাকার আলামিন জোয়ার্দ্দার।

নতুনসময়/আইকে