ঢাকা শনিবার, ১৭ই মে ২০২৫, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২


ঝিনাইদহে ট্রাক-মাহেন্দ্র সংঘর্ষে ৩ নারী নিহত


২০ অক্টোবর ২০১৯ ০৩:২৪

নতুন সময়

ঝিনাইদহের ট্রাক ও মাহেন্দ্রর সংঘর্ষে তিন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো সাতজন। শনিবার সকাল ১১টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কে লাউদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন সদর উপজেলার গড়িয়ালা গ্রামের আলাউদ্দিনের স্ত্রী পলি খাতুন (৩৫)। তবে অপর দুই নারীর পরিচয় পাওয়া যায়নি।

আহতরা হলেন শহরের ব্যাপারি পাড়ার রাজু আহম্মেদ, রিহান উদ্দিন, সাব্বির হোসেন, কাঞ্চননগর এলাকার আবির হোসেন, লাউদিয়া এলাকার রাজা মন্ডল, গড়িয়ালা গ্রামের আব্দুর রহিম, মনছুর আলীসহ আরও দুইজন।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দিলীপ কুমার সরকার জানান, ঝিনাইদহ থেকে যাত্রীবাহী মাহেন্দ্রটি কালীগঞ্জের দিকে যাচ্ছিল। পথে লাউদিয়া নামক স্থানে পৌঁছালে পেছন থেকে আসা বালু বোঝাই একটি ট্রাক মাহেন্দ্রটিকে ধাক্কা দিয়ে পাশের একটি দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে মাহেন্দ্রের যাত্রী পলি খাতুন নিহত হন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও দুই নারীকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন জানান, সকালে ঝিনাইদহ শহর থেকে যাত্রী নিয়ে একটি মাহেন্দ্র বিষখালী বাজারে যাচ্ছিল। পথে মাহেন্দ্রটি ঝিনাইদহ-যশোর মহাসড়কের লাউদিয়া নামক স্থানে পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক মাহেন্দ্রটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মাহেন্দ্রটি রাস্তার পাশে একটি পুকুরে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়। আহত হয় ৯ জন। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক এক নারীকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো এক নারীর মৃত্যু হয়।

ওসি বলেন, নিহত তিনজনের লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকের চালকের আসনে থাকা হেলপার সাগর হোসেনকে আটক করা হয়েছে।

নতুনসময়/এসএম