ঢাকা শনিবার, ১৭ই মে ২০২৫, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২


স্বামীর মারধর, গ্যাসের ট্যাবলেট খেয়ে স্ত্রীর আত্মহত্যা


১৯ অক্টোবর ২০১৯ ০৫:১৩

সামান্য ল্যাপটপ পড়ে যাওয়ায় স্বামী অকথ্য নির্যাতন চালালেন স্ত্রীর ওপর। এই নির্যাতন সইতে না পেরে স্ত্রী বিথী আক্তার (২৩) গ্যাসের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৮ অক্টোবর) সকালে বগুড়ার নন্দীগ্রামে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাবু প্রামানিক উপজেলা পরিষদ তথ্য কেন্দ্রে উদ্যোক্তা সহকারী হিসেবে কাজ করেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি স্ত্রী বিথীকে ল্যাপটপ নিয়ে আসতে বলেন। ল্যাপটপ নিয়ে আসার সময় বিথীর হাত থেকে পড়ে যায়। এতে বাবু ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে মারপিট করেন। মনের ক্ষোভে বিথী অন্য ঘরে গিয়ে গ্যাসের ট্যাবলেট সেবন করেন। পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে বিথীকে নিয়ে যান বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিথী মারা যান।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শওকত কবির বলেন, মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। মেয়ের পরিবারের পক্ষ থেকে মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নতুনসময়/আইকে