ঢাকা সোমবার, ১০ই নভেম্বর ২০২৫, ২৭শে কার্তিক ১৪৩২


উল্টো পথে আসা ময়লাবাহী গাড়ির ধাক্কায় পাঠাও চালক নিহত


১৯ অক্টোবর ২০১৯ ০৪:১৪

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুরে একটি সিএনজি ফিলিং স্টেশনের সামনে গত বৃহস্পতিবার রাতে ময়লাবাহী গাড়ির ধাক্কায় পাঠাও চালক নিহত হয়েছেন।

নিহতের নাম আব্দুর রহমান খান (৪০)। তিনি মানিকগঞ্জ জেলার শিবালয় থানার দক্ষিণ সালজানা গ্রামের উজির খানের ছেলে ছিল।

পুলিশ ও স্থানীয় জানা যায়, রাজধানী ঢাকা থেকে পাঠাও চালক তার ব্যবহৃত মোটর সাইকেল যোগে একাই সাভারের দিকে যাচ্ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে তিনি ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুরে একটি সিএনজি ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে উল্টো পথে আসা ময়লাবাহী একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাভারের ট্যানারী ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ শরীফ হোসেন জানান, মোটরসাইকেল আরোহী পাঠাও চালক ছিলেন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মর্গে প্রেরণ করা হয়েছে।

নতুনসময়/আইকে