ঢাকা শনিবার, ১৭ই মে ২০২৫, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২


বিজিবির হাতে আটক হওয়া: সেই ভারতীয় জেলেকে কারাগারে প্রেরণ


১৯ অক্টোবর ২০১৯ ০১:৪১

নতুন সময়

রাজশাহীর চারঘাটে পদ্মা নদীতে অবৈধ অনুপ্রবেশ করে বাংলাদেশের সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকার করার অপরাধে ভারতীয় জেলে প্রণব মণ্ডলের নামে মামলা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুণ্ডু জানান, অবৈধ অনুপ্রবেশ করে নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকার করার অপরাধে বিজিবির চারঘাট বিওপির হাবিলদার হুমায়ুন কবীর বাদী হয়ে চারঘাট থানায় মামলাটি দায়ের করেছেন। এ মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার পর প্রণব মণ্ডল গ্রেফতার দেখিয়ে বেলা ১১টার দিকে রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।

দুপুরে শুনানি শেষে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। প্রণব মণ্ডল ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার সাহেবনগর ছিড়াচর এলাকার বসন্ত মণ্ডলের ছেলে।

চারঘাট থানার ওসি সমিত কুমার কুণ্ড বলেন, বিনা পাসপোর্টে বাংলাদেশে অনুপ্রবেশ ও বাংলাদেশ সরকারের মা ইলিশ সংরক্ষণ আইন অমান্য করে পদ্মায় ইলিশ ধরার অপরাধের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে রাজশাহীর চারঘাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে গোলাগুলির ঘটনায় এক বিএসএফ সদস্য নিহত হন। বেআইনিভাবে পদ্মা নদীতে ভারতীয় জেলেদের ইলিশ শিকারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

বিজিবি বলছে, সকাল ১০টা ৪০ মিনিটে চারঘাট বিওপি থেকে এক কিলোমিটার পশ্চিম দিকে এবং সীমান্ত পিলার ৭৫/৩-এস থেকে ৫০০ মিটার বাংলাদেশের ভেতরে চারঘাট থানার শাহরিয়ার খাল এলাকায় মাছ ধরছিলেন তিন ভারতীয় জেলে। ওই সময় সেখানে মা ইলিশ সংরক্ষণ কর্মসূচির আওতায় মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পদ্মা নদীতে অভিযান চলছিল।

ওই সময় তিন জেলেকে আটক করার চেষ্টা করলেও দুইজন পালিয়ে যান। একজনকে জালসহ আটক করার পর বিজিবি কর্মকর্তারা নিশ্চিত হন যে ওই জেলেরা ভারতীয় নাগিরক।

তখন বিজিবি টহল দল আটক ভারতীয় নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে বলে জানান। কিন্তু তারা ভারতীয় নাগরিককে বিজিবির কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বিজিবি সদস্যরা বাধা দিলে তাদের উপর ৬/৮ রাউন্ড গুলি চালায় বিএসএফ।

আত্মরক্ষার জন্য বিজিবি টহল দল পাল্টা ফাঁকা গুলি করলে বিএসএফ সদস্যরা গুলি করতে করতে দ্রুত চলে যায়।পরে তাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বিএসএফের চার জওয়ান। এ সময় বিজিবি বাধা দিলে তারা গুলি চালায়। আত্মরক্ষায় বিজিবি পাল্টা গুলি চালায়। পরে বিএসএফের এক জওয়ান নিহত ও একজন আহত হয়েছেন বলে পতাকা বৈঠকে বিজিবির কাছে দাবি করে বিএসএফ।

নতুনসময়/এসএম