হাসপাতাল থেকে শিশু চুরি, মহিলা আটক

নওগাঁ সদর হাসপাতাল থেকে পাঁচ মাস বয়সী শিশু মুসাকে চুরির দায়ে নাজমা বেগম নামে এক মহিলাকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৬ অক্টোবর) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জাহাঙ্গীর আলম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উল্লেখ্য, গত ৪ অক্টোবর নওগাঁ সদর হাসপাতালে মায়ের কোল থেকে কৌশলে শিশু মুসাকে নিয়ে পালিয়ে যান নাজমা। ১৫ অক্টোবর ঠাকুরগাঁও থেকে শিশু মুসাসহ তাকে আটক করে পুলিশ।