ঢাকা শনিবার, ১৭ই মে ২০২৫, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২


ডক্টরস হোস্টেল থেকে ইয়াবাসহ ব্যবসায়ী আটক


১৮ অক্টোবর ২০১৯ ০২:০৬

নতুন সময়

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) ইন্টার্নি চিকিৎসকদের এফএম নূর উর রাফী হোস্টেলে অভিযান চালিয়ে ৫২০ পিস ইয়াবাসহ রিফাতুল ইসলাম খান রন্টি নামে ওই ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী হাসপাতাল প্রশাসন ও পুলিশ প্রশাসন যৌথভাবে এ অভিযান চালায়। এ সময় হাসপাতালের ওই হলের সামনের ব্লকের তৃতীয় তলার ৩০৩ নম্বর কক্ষ থেকে হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন বলেন, তাদের সীমানা প্রাচীর অতটা নিরাপদ নয় এজন্য পাশের এলাকা আলেকান্দা থেকে মাদকসেবীরা এসে ছাত্রদের ভয় ভীতি দেখিয়ে হোস্টেলে মাদক গ্রহণ করেন।

অপরদিকে নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া বলেন, মাদক গ্রহণ বা ব্যবসার সঙ্গে হোস্টেলের ইন্টার্নি চিকিৎসকরা জড়িত কিনা তা তদন্তর পর বলা যাবে।

নতুনসময়/এসএম