ঢাকা শনিবার, ১৭ই মে ২০২৫, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২


মা হলেন ‘পাগলি’, বাবাকে খুঁজছে পুলিশ


১৭ অক্টোবর ২০১৯ ০৫:০৪

নতুন সময়

খোলা আকাশের নিচে পথেই কন্যা শিশুর মা হয়েছে সড়কে ঘুরে বেড়ানো মানসিক ভারসাম্যহীন এক কিশোরী। কথায় আছে, অসহায়ের একমাত্র সহায় সৃষ্টিকর্তা, সে জন্য প্রয়োজন হয়নি কোনও চিকিৎসক কিংবা নার্সের। তার অপার মহিমায়

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাত পৌনে ২টার দিকে নেত্রকোনার কেন্দুয়া-আঠারোবাড়ি সড়কের ফেরির মোড়ে একটি ফুটফুটে কন্যা শিশুর জন্ম দেয় ওই কিশোরী। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই কিশোরী এক চায়ের দোকানে এসে পানি চায়।

মানবিক দিক বিবেচনায় তাকে একটি কেকও দেন দোকানদার। এর কিছুক্ষণের মধ্যে কিশোরীটি সড়কে লুটিয়ে পড়ে এবং রাস্তার মধ্যেই একটি সন্তানের জন্ম দেয়। কিশোরী ও নবজাতককে পরে উপজেলার আদমপুর স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মা-মেয়ে সুস্থ আছে। তবে এবার মুখোশধারী সেই সমস্ত বাবাদের খুঁজে বের করা হবে।

নতুনসময়/এসএম