সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে দুই জাহাজ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় কাজ করার সময় জাহাজের তেলের ট্যাংকিতে জমে থাকা বিষাক্ত গ্যাসে দুই জাহাজ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১২ অক্টোবর) রাতে উপজেলার কুমিরা সাগরপাড়ে অবস্থিত মহসিনের মালিকানাধীন ‘ও ডব্লিউডব্লিউ’ শিপব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা হলেন- নীলফামারী জেলার ডোমার থানার দিগন্তপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে মো. সাইফুল ইসলাম (২২) ও সীতাকুণ্ড বাড়বকুণ্ড ইউনিয়নের দক্ষিণ মাহমুদাবাদ গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. মাসুদ (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে শিপব্রেকিং ইয়ার্ডে আমদানিকৃত একটি স্ক্র্যাপ জাহাজে কাটিংয়ের কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক। কাজের একপর্যায়ে তেলের ট্যাংকিতে প্রবেশ করে তেল নিষ্কাশনের সময় সেখানে জমে থাকা বিষাক্ত গ্যাসে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তারা। পরে তাদের উদ্ধার করে রাত ১০টায় চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলাম ও মাসুদকে মৃত ঘোষণা করেন। সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মো. শামীম শেখ বলেন, ‘দুর্ঘটনার বিষয়ে প্রথমে ইয়ার্ডের মালিক পক্ষের কেউ আমাদের কিছু জানায়নি। পরে তথ্য পেয়ে শিপব্রেকিং ইয়ার্ডের লোকজনের সঙ্গে কথা বলে বিষয়টি জানতে পারি।’
নতুনসময়/আইকে