৭ বছরের শিশুকে ধর্ষণ করল ৪০ বছর বয়ষ্ক এক ব্যক্তি

নারায়নগঞ্জে ৭ বছরের শিশুকে একাধিকবার ধর্ষণ করার পর ভিডিও ধারণ করার অভিযোগে কবির হোসেন নামে ৪০ বছর বয়ষ্ক এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে একই উপজেলার কুতুবপুর ইউনিয়নের ভূইগড় এলাকায়।
গতকাল শুক্রবার মধ্য রাতে সদর উপজেলার উত্তর চাষাড়া এলাকা থেকে আটক করে পুলিশ। এ ঘটনায় ধর্ষিতার পিতা আবুল কাশেম বাদী হয়ে একটি মামলা করেছেন।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক এসআই মোদাচ্ছের জানান, মামলার বাদী আবুল কাশেম ভ্যান গাড়ির সাহায্যে ফেরী করে হালুয়া-রুটি বিক্রি করেণ। সেই ব্যবসাতে আসামী কবির হোসেন তার কর্মচারী ছিলেন এবং একই এলাকায় মামুনের বাড়িতে পাশাপাশি ভাড়া থাকতেন। সেই সুবাদে সবার অগোচরে লম্পট কবির গত কয়েকমাস ধরে শিশুটিকে ধর্ষণ করে তা ভিডিও ধারণ করে আসছে।
সম্প্রতি ঘটনাটি জানাজানি হলে স্থানীয়ভাবে বিষয়টি মিমাংশার চেষ্টা চলে। এরই মধ্যে গতকাল রাতে শিশুটিকে নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে লম্পট কবির। বিষয়টি টের পেয়ে ধাওয়া দিয়ে শিশুটির পিতা সহ এলাকার লোকজন ধাওয়া দিয়ে আটক করে খবর দিলে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষকের বিরুদ্ধে ধর্ষণ ও পর্ন আইনে মামলা দায়েরের পর ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
নতুনসময়/এসএম