ঢাকা শনিবার, ১৭ই মে ২০২৫, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২


মোহনপুরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু


৮ অক্টোবর ২০১৯ ০৮:১৬

প্রতিকি

রাজশাহীর মোহনপুরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নে বজ্রপাতের এ ঘটনা ঘটে।

নিহত হলেন,জাহানাবাদ ইউনিয়নের ধোরসা গ্রামের রমজান আলীর ছেলে নুহুনবী মন্ডল(৫০)।

নিহতের পরিবারের সদস্যরা জানান,বাড়ির বাইরে বাঁশ ঝাড়ের মধ্যে তিনি ধান জড়ো করার কাজ করছিলেন।এসময় হঠাৎ বজ্রপাতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে মোহনপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে জানান কর্তব্যরত ডাক্তার।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিষয়টি নিশ্চিত করেছেন।