জেনেভা ক্যাম্পে সংঘর্ষের ঘটনায় ২৭ জনের বিরুদ্ধে ২ মামলা

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের সামনে পুলিশের ওপর হামলা, ভাঙচুর, নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় দুটি মামলা করা হয়েছে। এদের একটি পুলিশের ওপর হামলার অন্যটি নাশকতা সৃষ্টির।
শনিবার (৫ অক্টোবর) রাতে পুলিশ বাদী হয়ে মামলা দুটি করে। পুলিশের তেজগাঁও বিভাগের (উপ-কমিশনার) ডিসি আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুলিশের ওপর হামলা, মারামারি, ভাঙচুর ও অগ্নিসংযোগের জন্য মামলা হয়েছে। মোহাম্মদপুর থানায় ওই মামলায় ২৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত অনেকে রয়েছে।
ডিসি আনিসুর রহমান আরও জানান, ঘটনার সময় আমরা ১০ থেকে ১২ জনকে আটক করেছিলাম। এই আটক ব্যক্তিদের মধ্যে ৬ জনকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বাকিদের বিষয় যাচাই-বাছাই চলছে।
শনিবার দুপুর সোয়া ১২টার দিকে মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পে ৩১ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) লোকজন সংযোগ বিচ্ছিন্ন করতে যায়। এ সময় তাদের ওপর চড়াও হয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। এ সময় পুলিশের ওপর হামলা চালায় তারা।
এক পর্যায়ে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিহারিরা। পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শর্টগানের গুলি ও টিয়ার শেল ছোড়ে পুলিশ।
সংঘর্ষের ঘটনায় রকি (২২) নামে এক যুবক আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) চিকিৎসাধীন। তিনি জেনেভা ক্যাম্পের বাসিন্দা। তার চোখে শটগানের গুলি লেগেছে।
নতুনসময়/আইকে