ঢাকা শনিবার, ১৭ই মে ২০২৫, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২


পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধকে চড় মারলেন ইউপি মেম্বার


৫ অক্টোবর ২০১৯ ০২:২৯

কুমিল্লার তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার মো. বিল্লাল মেম্বারের কাছে পাওনা টাকা চাওয়ায় মোজা মুন্সী (৭০) নামের এক বৃদ্ধকে চড় মারা হয়েছে। শুক্রবার সকাল ৯টায় ইউনিয়ন পরিষদ অফিসের সামনে ওই মেম্বার বৃদ্ধকে চড় মারেন।

মোজা মুন্সী বলেন, বিল্লাল মেম্বার আমার কাছ থেকে ১০০ টাকা নিছে। আমি টাকাটা চাইতেই সে তেলেবেগুনে জ্বলে উঠে। এরপর সে আমাকে থাপ্পর মারে। এসময় চেয়ারম্যান সালাহউদ্দিনসহ স্থানীয় অনেক লোক উপস্থিত ছিলো। সবার সামনে

চেয়ারম্যান সালাহউদ্দিন বলেন, বিষয়টি মীমাংসা হয়ে গেছে। মেম্বার আর মোজা মুন্সী পাশাপাশি বাড়ির। তাদের মধ্যে কিছুটা ভুল বুঝাবুঝি হয়েছিল। মোজা মুন্সীর স্মৃতি ভ্রম আছে। কি বলেন, তা নিজেই বলতে পারেন না।

অভিযুক্ত বিল্লাল মেম্বার বলেন, আমি টাকা নেইনি। কিন্তু উনি সবার সামনে আমাকে ছোট করেছেন। তাই তাকে ধাক্কা দিয়েছি। তবে যাই হোক উনাকে ধাক্কা দেয়াটা ঠিক হয়নি। কারণ উনি মুরব্বি মানুষ।

নতুন সময়/এনকে