ঢাকা রবিবার, ২৪শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


চট্টগ্রামের সঙ্গে সিলেটের রেলযোগাযোগ শুরু


৪ অক্টোবর ২০১৯ ২১:৪২

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ শুরু হয়েছে। শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার মো. খলিলুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ঢোকার সময় সকাল সোয়া ৭টার দিকে ট্রেনটির একটি মালবাহী বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকে উদ্ধার কাজের জন্য চট্টগ্রামের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে উদ্ধার কাজ শেষে আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

নতুন সময়/এনকে