শাহজালালে ৭৩ টি ‘আইফোন ১১ প্রো’ উদ্ধার

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৭৩ টি ‘আইফোন ১১ প্রো’ উদ্ধার করেছে কাস্টম হাউস, ঢাকার প্রিভেন্টিভ টিম।
কমিশনারের নিকট আসা এক গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউসে কর্তব্যরত প্রিভেন্টিভ কর্মকর্তারা বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারী করতে থাকে। গ্রীন চ্যানেলে নজরদারী ও তল্লাশীর এক পর্যায়ে গতকাল রাত ১২:৪০ টায় হংকং থেকে ঢাকাগামী ফ্লাইট নং-KA110 এর যাত্রী মোস্তফা মিয়াকে তল্লাশী করে তার বহনকৃত লাগেজে ৭৩ টি লেটেষ্ট মডেলের আইফোন ১১ প্রো পাওয়া যায়। আটককৃত পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ২০ লক্ষ টাকা।
আটককৃত পণ্যের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে ।
নতুনসময়/আইকে