ঢাকা শনিবার, ১৭ই মে ২০২৫, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২


লাশ উদ্ধারের দেড় মাসেও মেলেনি যুবতীর পরিচয়


৩ অক্টোবর ২০১৯ ০৫:৪১

কুমিল্লায় দেড় মাসেও হাত বাঁধা ও গলা কাটা অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাতনামা এক যুবতীর লাশের পরিচয় মেলেনি। জেলার সদর দক্ষিণ উপজেলার শাওড়াতলী গ্রামের একটি ধানী জমি থেকে গত ১৩ আগস্ট সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ওই যুবতীর লাশ উদ্ধার করে। ঘটনার রহস্য উদঘাটনের জন্য দায়েরকৃত মামলাটি থানা থেকে কুমিল্লা পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনে (পিবিআই) প্রেরণ করা হয়েছে।

জানা যায়, গত ১৩ আগস্ট সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের শাওড়াতলী গ্রামের একটি ধানী জমির পানিতে এক যুবতীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ওইদিন বেলা সাড়ে ১১টার দিকে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণসহ থানায় অপমৃত্যুর মামলা করে। অজ্ঞাতনামা ওই যুবতীর পরিচয় সনাক্তের জন্য পুলিশ দেশের বিভিন্ন থানায় লাশের ছবিসহ বেতার বার্তা পাঠায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও প্রচারণা চালায়।


কিন্তু লাশের পরিচয় না পাওয়ায় আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে বেওয়ারিশ লাশ হিসেবে নগরীর টিক্কাচর কবরস্থানে দাফন করা হয়। পরে জেলা পুলিশ সুপারের নির্দেশে গত ১ সেপ্টেম্বর মামলাটি পিবিআই কুমিল্লার নিকট হস্তান্তর করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই কুমিল্লার পরিদর্শক মো. মোবারক হোসেন খান জানান, অজ্ঞাতনামা ওই যুবতীর বয়স আনুমানিক ২০ বছর, গায়ের রঙ শ্যামলা, মুখমন্ডল গোলাকার এবং পড়নে নীল রঙের সেলোয়ার ও নীল রঙের প্রিন্টের কামিজ ছিল।

ওই যুবতীর দুই হাত ওড়না দিয়ে বাঁধা এবং ধারালো অস্ত্র দ্বারা গলার খাদ্যনালী কাটা ছিল। লাশের পাশের্^ হত্যাকা-ে ব্যবহৃত একটি ধারালো চাকু এবং তার ব্যবহৃত প্রসাধনী সামগ্রী ও বোরকাসহ কাপড়-চোপড় পাওয়া যায়। ওই যুবতীর হাতের আঙ্গুলের রেখা (ছাপ) নষ্ট হয়ে যাওয়ায় এনআইডি ডাটাবেজ থেকেও পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। তাই যুবতীর পরিচয় জানলে ০১৭১৬-২৮৭৬১৫ (পুলিশ পরিদর্শক) মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।

নতুনসময়/আইকে