ফোচকা-চটপটি খেয়ে ২৭ শিক্ষার্থী অসুস্থ্য, ৪ বিক্রেতাকে কারাদণ্ড

কুমিল্লা লালমাই উপজেলায় ফোচকা ও চটপটি খেয়ে ২৭ জন ছাত্রী অসুস্থ্য হয়ে যাওয়ার এক দিন পর লালমাই উপজেলার নির্বাহী অফিসার কে এম ইয়াসির আরাফাত অভিযান পরিচালনা করে ৪ জনকে কারাদণ্ড দিয়েছেন।
ফোচকা-চটপটি বিক্রেতা আবদুল হক (৪৫) মো রাব্বী (২৩) আবুল হাসেম(৩৪) ও মো ইসমাইল(২০) ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন উপজেলার নির্বাহী অফিসার কে এম ইয়াসির আরাফাত।
লালমাই উপজেলা নির্বাহী অফিসার কে এম ইয়াসির আরাফাত বলেন, অবৈধ প্রক্রিয়ায় উৎপাদিত অনুমোদনহীন মানহীন ভেজাল ফুচকা ও চটপটি বিক্রয় করায় তাদেরকে এই শাস্তি প্রদান করা হলো। তাদের উৎপাদিত ফোচকা এবং চটপটি খেয়ে ২৭ জন শিক্ষার্থী অসুস্হ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্ত প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান ম্যাজিস্ট্রেট। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।
পরে অসুস্হ শিক্ষার্থীদের লাকসাম সরকারি হাসপাতালে দেখতে যান উপজেলা নির্বাহী অফিসার জনাব কে. এম ইয়াসির আরাফাত। এর মধ্যে ২৪ জনকে ছাড়পত্র প্রদান করা হয়েছে। বাকী ৩ জন দ্রুত সুস্থ হয়ে যাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন ।এসময় সহকারী কমিশনার( ভূমি) , লাকসাম জনাব উজালা রাণী চাকমা, কর্তব্যরত ডাক্তার, স্কুলের প্রধান শিক্ষক, স্যানিটারি ইন্সপেক্টরসহ অভিভাবকরা উপস্হিত ছিলেন।
নতুনসময়/আইকে