ঢাকা সোমবার, ১০ই নভেম্বর ২০২৫, ২৭শে কার্তিক ১৪৩২


সিরাজগঞ্জে আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস পালন


৩০ সেপ্টেম্বর ২০১৯ ০৩:০৪

ছবি-নতুনসময়

আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে সিরাজগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা র‌্যালীর করা হয়।

দিবসটি উপলক্ষে রবিবার (২৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালী এবং আলোচনা সভায় জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফিরোজ মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ তোফাজ্জাল হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শফিকুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার ফোরকান শিকদার, প্রেসক্লাব সভাপতি হেলাল উদ্দিন এবং সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।