ঢাকা শনিবার, ১৭ই মে ২০২৫, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২


যত্নে মোড়ানো প্যাকেটে মিলল শিশুর লাশ


২৯ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৩৪

ছবি প্রতিকী

ব্যস্ত রাস্তার পাশে ব্রিজের নিচে পড়ে আছে একটি ছোট্ট প্যাকেট। ভালো করে সব কোণা আটকানো প্যাকেটটির। দেখলে মনে হয় কেউ বুঝি টাকার বান্ডিল যত্নে প্যাকেট করার পর ভুলে ফেলে গেছে। কৌতূহলবশত এক টোকাই প্যাকেটটি তুলে দেখল ভেতরে এক নবজাতক শিশুর লাশ!

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে মধুবাগ ব্রিজের নিচ থেকে ওই নবজাতকের মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, হাতিরঝিল ১ নম্বর গলিতে থাকে মামুন (১২)। বিকালে সে কাগজ কুড়াতে বের হয়। মধুবাগ ব্রিজের নিচে একটি প্যাকেট ভাসতে দেখতে পায়। টাকা মনে করে প্যাকেটটি তুললে ভেতরে সে নবজাতকের মৃতদেহ দেখতে পায়।

হাতিরঝিল থানার এসআই রমজান আলী জানান, মধুবাগ ব্রিজের নিচে একটি প্যাকেট ভাসতে দেখতে পায় টোকাইরা। পরে ওই প্যাকেটটি পানি থেকে তুললে ভেতরে ওই নবজাতকের মৃতদেহ পাওয়া যায়।