ঢাকা শনিবার, ১৭ই মে ২০২৫, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২


৪ বছরের শিশুকে ডাব খাওয়াতে ডেকে নিয়ে ধর্ষণ


২৯ সেপ্টেম্বর ২০১৯ ০৬:২১

প্রতীকি  ছবি

পিরোজপুরের চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে (১৬) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নির্যাতনের শিকার শিশুটির মা জানান, ওই কিশোর গেল বৃহস্পতিবার বিকেলে ডাব খাওয়ার কথা বলে শিশুটিকে নিজ বাড়ি থেকে ডেকে তার দাদির ঘরে নিয়ে ধর্ষণ করে। পরের দিন শিশুটি তার মাকে বিষয়টি জানালে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কাজী ইসমত জাকিয়া (এ্যানী) জানান, শিশুটিকে চিকিৎসার জন্য শুক্রবার রাতে হাসপাতালে আনা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ওই কিশোর মাটিভাঙ্গা এলাকায় তার দাদির কাছে স্থায়ীভাবে বসবাস করে। সে পেশায় ভ্যানচালক বলে জানা গেছে।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম মুনির জানান, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে শনিবার ভোরে মাটিভাঙ্গা এলাকা থেকে ওই কিশোরকে গ্রেপ্তার করেছে।

নতুনসময়/এসএম