৩০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীর মোহনপুরে ৩০০ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মোহনপুর থানা পুলিশ। গতকাল শুক্রবার বেলা ৩ টার সময় এস আই মোঃ মিজানুর রহমান এবং এ এস আই সুমন চন্দ্র সঙ্গীয় ফোর্সসহ দিবাকালীন জরুরী ডিউটি, গ্রেফতারী পরোয়ানা তালিম এবং মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে মোহনপুর থানার অফিসার ইনচার্জকে অবগত করে মোহনপুর উপজেলা কেশরহাট পৌর এলাকার বাকশৈল নামোপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ হারুনুর রশিদকে আটক করেছে।
আটককৃত আসামী হলেন উপজেলার বাকশৈল নামোপাড়া গ্রামের মৃত আলহাজ্ব ময়েজ মৃধার ছেলে হারুনুর রশিদ (২১)।
মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান,আটককৃত আসামী হারুন দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিল।
আসামীর বিরুদ্ধে মোহনপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
নতুনসময়/এসএম