ঢাকা শনিবার, ১৭ই মে ২০২৫, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২


কুমিল্লায় পুলিশের সাথে শিবিরের সংঘর্ষ ককটেল উদ্ধার


২৮ সেপ্টেম্বর ২০১৯ ০৩:৪৩

প্রতিকী ছবি

কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামে শুক্রবার পুলিশের সাথে শিবিরের সংঘর্ষ হয়। এতে ২ পুলিশসহ ৩জন আহত, ঘটনাস্থল থেকে পু্লিশ ককটেল সহ ইসলামিক বই ও লিফলেট উদ্বার করে। শুক্রবার দুপুরে কুমিল্লার বুড়িচংয়ের ভারেল্লা এলাকায় শাহ ইসরাইল কামিল মাদ্রাসার পিছনে একটি টিনশেড ঘরে নাশকতার পরিকল্পনায় জামায়াত-শিবিরের বৈঠক করছে এমন সংবাদে কুমিল্লার বুড়িচং থানার পুলিশের একটি টহলদল অভিযান পরিচালনা করে।

কুমিল্লার বুড়িচং থানার ওসি আকল চন্দ্র বিশ্বাস জানায় বৈঠকরত জামায়াত- শিবিরের কর্মীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ও ককটেল ছুড়তে থাকে। এসময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। উভয় পক্ষের গুলাগুলিতে পুলিশের এএসআই দেলোয়ার হোসেন ও কনষ্টেবল মাহাবুব এবং শিবিরের সাথী বায়জীদ আহত হয়।

আহত পুলিশের এএসআই দেলোয়ার হোসেনকে স্থানীয় ইষ্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে, কনষ্টেবল মাহাবুবকে কুমিল্লা সদর হাসপাতালে ও শিবিরের সাথী বায়জীদকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বায়জিদকে আটক দেখিয়ে হাসপাতালে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। পুলিশ সংঘর্ষস্থল থেকে ককটে, ইসলামী বই ও লিফলেট উদ্বার করে।

নতুনসময়/এসএম