ঢাকা সোমবার, ১০ই নভেম্বর ২০২৫, ২৭শে কার্তিক ১৪৩২


হাসপাতালের ছাদ থেকে লাফ দিলো রোগী!


২৫ সেপ্টেম্বর ২০১৯ ০৪:৪৬

প্রতীকি  ছবি

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ছাদ থেকে পারভেজ হোসেন নামে এক যুবক লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন।


মঙ্গলবার হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের ছাদ থেকে তিনি লাফ দেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আত্মহত্যার চেষ্টা চালানো যুবক পারভেজ হোসেন যশোর সদর উপজেলার বসুন্দিয়া সরকারি পুকুরপাড়ের বাসিন্দা ওলিয়ার রহমানের ছেলে।

আহত পারভেজের বোন শিল্পী খাতুন জানান, ‘মাথায় সমস্যা’ থাকায় সোমবার বিকালে পারভেজকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে বাথরুমে যাওয়ার কথা বলে তিনি মেডিসিন ওয়ার্ডের তিনতলা থেকে নিচে লাফ দেন।

এতে নিচে পড়ে তিনি গুরুতর আহত হন। তার মাথা থেকে প্রচুর রক্ত পড়েছে এবং ডান হাত ভেঙ্গে গেছে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ফের হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তারেক শামস জানান, ছাদ থেকে লাফিয়ে পড়ে মাথায় আঘাত লাগায় তার মাথার হাড় ভেঙ্গে গেছে। মাথায় ইন্টারনাল ব্লিডিং বন্ধ হচ্ছে না। তার অবস্থা আশঙ্কাজনক।

নতুনসময়/আইকে