ঢাকা শনিবার, ১৭ই মে ২০২৫, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২


বিয়ের ৩ মাসেই স্বামীর মৃত্যু, শোকে আত্মহত্যা করলেন স্ত্রী


২৪ সেপ্টেম্বর ২০১৯ ০২:৫০

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার রামপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামীর মৃত্যুর পর শোকে আত্মহত্যা করেছেন তার স্ত্রী। রবিবার বিকাল সাড়ে ৩ টায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান রামপুর গ্রামের নিবলু দাস (২৯)।

এ ব্যাপারে জামালগঞ্জ থানার উপ-পরিদর্শক নূরুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট নিহত নিবলু দাসের লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে নিয়ে আসা হলে স্বামীর জন্য পাগলপ্রায় হয়ে যান স্ত্রী নিয়তী রানী দাস (২৯)। পুলিশের ধারণা, স্বামীর মৃত্যুশোকে রাতের কোন এক সময় নিজ ঘরে পরনের শাড়ি গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন নিয়তী।

আজ সোমবার ভোরে পরিবারের লোকজন তার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সকাল ৯টার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ।


উল্লেখ্য, দুই মাস আগে নিবলু-নিয়তীর বিয়ে হয়।

 

নতুনসময়/আইকে