ঢাকা সোমবার, ১০ই নভেম্বর ২০২৫, ২৭শে কার্তিক ১৪৩২


হাতিরঝিলে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার


২১ সেপ্টেম্বর ২০১৯ ২১:৫২

ছবি সংগৃহিত

রাজধানীর হাতিরঝিল কুনিপাড়ার এলাকার লেকের পানিতে একটি মরদেহ পাওয়া গেছে। শনিবার ভোরে হাতিরঝিল লেকের পানিতে মরদেহটি ভেসে ওঠে।

প্রথমে শুধু এর পিঠ ও মাথা দেখা যাচ্ছিল। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে লাশটি উদ্ধার করে। পুলিশ জানান, মরদেহটি একজন পুরুষের। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। মরদেহের গায়ে চেক গেঞ্জি ও প্যান্ট ছিল। তার নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বলেন, মরদেহটি দেখে মনে হচ্ছে আনুমানিক ২-৩ দিন ধরে এটি পানিতে ছিল। এর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এটি কীভাবে হাতিরঝিলে এলো, তা জানার চেষ্টা চলছে।
প্রাথমিকভাবে মরদেহটি পানি থেকে তুলে এর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

নতুনসময়/এস