ঢাকা শনিবার, ২৩শে আগস্ট ২০২৫, ৮ই ভাদ্র ১৪৩২


মা-ছেলে হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড


১৯ সেপ্টেম্বর ২০১৯ ০২:৪৫

প্রতিকী ছবি

রাজশাহী এক নারী ও তার ছেলেকে গলা কেটে হত্যার ঘটনায় দেবরসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে এই ঘটনায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করেন।

আদালতের আইনজীবী এন্তাজুল হক বাবু জানান, জমি নিয়ে বিরোধের জেরে ২০১৪ সালের ২৪ নভেম্বর রাতে বাগমারার উপজেলায় দেউলিয়া গ্রামের আকলিমা বেগম ও তার ছেলে জাহিদ হাসানকে গলা কেটে হত্যা করা হয়।

আদালতের রায়ে আকলিমার দেবর আবুল হোসেন মাস্টার এবং হাবিবুর রহমান হাবিব ও চাকরিচ্যুত বিজিবি সদস্য আব্দুর রাজ্জাককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
আবুল হোসেন দেউলা রানী রিভারভিউ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি রাজশাহীর দুর্গাপুর উপজেলার আলীপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।