ঢাকা শনিবার, ১৭ই মে ২০২৫, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২


বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে কবজি উড়ে গেছে র‌্যাব কর্মকর্তা


১৬ সেপ্টেম্বর ২০১৯ ০৫:১০

নতুন সময়

যশোরে বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে হাতের কবজি উড়ে গেছে র‌্যাব কর্মকর্তা শহিদুল ইসলামের। অভয়নগর থানায় আজ রোববার সকালে এ ঘটনা ঘটে। আহত ওই র‌্যাব কর্মকর্তাকে যশোর সিএমএইচে ভর্তি করা হয়েছে।

আজ সকালে র‌্যাবের-৬ এর ডিএডি মোস্তফা কামালের নেতৃত্বে ৬ সদস্যের টিম বোমাগুলো নিষ্ক্রিয় করতে কাজ শুরু করেন। ওই সময় অসাবধানতাবশত একটি বোমার বিস্ফোরণ ঘটলে শহিদুল ইসলামের হাতের কবজি উড়ে যায়।

অভয়নগর থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, খুলনা র‌্যাব-৬ এর একটি বিশেষ দল মামলার আলামত হিসেবে রক্ষিত বোমা নিষ্ক্রিয় করতে অভয়নগর থানা চত্বরে আসে। র‌্যাব কর্মকর্তারা বেলা ১১টার দিকে থানা চত্বরে সাতটি বোমা নিষ্ক্রিয় করার উদ্যোগ নেন।

এ সময় প্রথম বোমাটি নিষ্ক্রিয় করতে গেলেই সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে র‌্যাব কর্মকর্তা কর্পোরাল শহিদুল ইসলামের বাম হাতের আঙুলসহ কব্জি পর্যন্ত উড়ে যায়।

এতে তিনি গুরুতর আহত হন। অভয়নগর থানা পুলিশ তাকে যশোর সিএমএইচ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক।গুরুতর অবস্থায় তাকে যশোর সিএমএইচে ভর্তি করা হয়েছে। শহিদুল ইসলাম খুলনার খালিশপুর র‌্যাব-৬ এর কর্পোরাল (সার্জেন্ট) তার বাড়ি সিলেটে।