গাজীপুরে মাদক বিরোধী র্যালী

ওবাইদুল ইসলাম, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সদর উপজেলায় মাদক বিরোধী র্যালী হয়েছে। বিকেলে উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের হোতাপাড়া এলাকায় এ র্যালী হয়।
র্যালীতে সভাপতিত্ব করেন ইউপি’র সংরক্ষিত সদস্য শীপনা আক্তার সুমি। এছাড়াও, ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগনের ব্যানারে ও বন্ধন সমাজ কল্যাণ সোসাইটির প্রচারে র্যালিটি ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া হয়ে সানপাওয়ার সিরামিক্স এর সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাওয়ালগড় ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক মো. লিটন মিয়া।
আওয়ামীলীগ নেতা দেলায়ার হোসেনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বন্ধন সমাজ কল্যান সোসাইটির সভাপতি ইসমাইল হোসেন, আওয়ামীলীগ নেতা নূরে আলম, ছাত্রলীগ নেতা সোহাগ মাহমুদ, মোহাম্মদ আলী শেখ প্রমুখ