ঢাকা শনিবার, ১৭ই মে ২০২৫, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২


মোহনপুরের আলো‌চিত মাদক ব্যবসায়ী মাসুদ ১৫ ফে‌ন্সি‌ডিলসহ আটক


১০ সেপ্টেম্বর ২০১৯ ০৭:০৭

ছবি-নতুনসময়

রাজশাহী মোহনপুরের আলোচিত ৯টি মাদক মামলার আসামী মাসুদকে গ্রেফতার করেছে পুলিশ। মাসুদ উপজেলার হরিফলা গ্রামের রহমতুল্লার ছেলে। তার স্ত্রীর নাম সো‌নিয়া খাতুন। সো‌নিয়া বাটুপাড়া গ্রা‌মের মৃত জম‌সেদ আলীর মে‌য়ে। পু‌লিশ দীর্ঘ‌দিন যাবৎ মাসুদ‌কে খোজ‌ছিল।

থানা সূত্রে জানা গেছে, মাসুদ দীর্ঘদিন ধরে মাদকদ্রব্যের ব্যবসা চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে মোহনপুর থানায় ৫টি ও রাজপাড়া থানায় ৪টি মাদক মামলা রয়েছে।

সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫ বোতল ফেন্সিডিলসহ মৌগাছি ইউনিয়নের বাটুপাড়া এলাকা হতে সকাল ১১ ঘ‌টিকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাক আহম্মেদ বলেন, মাসুদের বিরুদ্ধে মোহনপুর ও রাজপাড়া থানায় মোট ৯টি মাদক মামলা রয়েছে। তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।