দেওয়ানগঞ্জে তিনদিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন

জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে তিন দিন ব্যাপি ফলদ বৃক্ষমেলা উদ্বোধন করা হয়েছে সোমবার দুপুরে কৃষি অফিস প্রাঙ্গনে ফলদ বৃক্ষমেলাটি উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলায়মান হোসেন।
ফলদ বৃক্ষমেলা উদ্ভোদনী অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা।বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য আসলাম হোসেন,উপজেলা পরিষদের পুরুষ ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ ইমরান ও উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মতিয়ার রহমান,কৃষি সম্প্রসারণ অফিসার দেলোয়ার হোসেন সহ আরো অনেকেই।
উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলায়মান হোসেন,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফাসহ অতিথি বৃন্দ ফলদ বৃক্ষমেলার স্টলগুলো পরিদর্শন করেন।