পুলিশ হেফাজত থেকে আসামী পালালো

বগুড়ায় পুলিশ হেফাজতে থাকা মাদক মামলার এক আসামি আদালত প্রাঙ্গণ থেকে ‘হাতকড়া খুলে’ পালিয়ে গেছে। রোববার বগুড়ার মুখ্য বিচারিক হাকিম আদালত প্রাঙ্গণে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি মামলা করা হয়েছে।
পালাতক ওই আসামির নাম মো. সাইফুল ইসলাম ওরফে সাগর (২৮)। সাইফুল শেরপুর উপজেলার বনমরিচা গ্রামের বাসিন্দা। পুলিশের দাবি, সাইফুল মাদক ব্যবসায়। পুলিশ হেফাজত থেকে আসামি পালানোর ঘটনায় দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, সাইফুল ইসলামকে হেরোইন বিক্রি করা অবস্থায় শেরপুর টাউন ক্লাব এলাকা থাকে শনিবার রাত পৌনে ১০টার দিকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় শেরপুর থানায় ওই দিন তাঁর বিরুদ্ধে একটি মামলা হয়। রোববার সন্ধ্যা সাড়ে ছায়টার দিকে অন্য আসামিদের প্রিজন ভ্যানে তুলছিল পুলিশ। এ সময় সাইফুল কৌশলে হাতকড়া খুলে পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে যান। পরে পুলিশ তাঁকে আর ধরতে পারেনি।