ঢাকা শনিবার, ১৭ই মে ২০২৫, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২


কামারখন্দে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ


১০ সেপ্টেম্বর ২০১৯ ০৫:৪১

ছবি-নতুনসময়

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় রেলওয়ের ২শত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় পাকশী রেলওয়ের ডিভিশনাল অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নুরুজ্জামান এই উচ্ছেদ অভিযানের চালানো নেতৃত্ব দেন

এ সময় কামারখন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিফা নুসরাত, পাকশী রেলওয়ের সহকারী ভূমি কর্মকর্তা রবিউল ইসলাম, মাঠ কানুনগো শরিফুল ইসলামসহ রেলওয়ে পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাকশী রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান জানান, পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রায় ২৭ হাজার একর জমির মধ্যে আড়াই হাজার একর জমিতে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। রেলের এসব জায়গা দখলমুক্ত করে নিজস্ব সম্পদ নিয়ন্ত্রণে নেওয়া, নিরাপত্তা নিশ্চিত করা ও রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে এই উচ্ছেদ অভিযান।

আগামী দুই মাসে আরও ১৩টি অভিযান চালানো হবে। তিনি এসময় আরো বলেন, জামতৈল রেলওয়ে স্টেশনের দু’পাশে এ পর্যন্ত প্রায় ২শত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।