ঢাকা শনিবার, ১৭ই মে ২০২৫, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২


সাংবাদিক রফিকের উপর হামলার নিন্দা ক্যাবল টিভি দর্শক ফোরামের


৯ সেপ্টেম্বর ২০১৯ ২২:৩৬

ছবি সংগৃহিত

বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরাম এর রাজশাহী মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক ও কালের কণ্ঠের নিজেস্ব প্রতিবেদক রফিকুল ইসলাম রফিকের উপর হামলার ঘটনায় নিন্দা ও দোষীদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে । রোববার সকালে রাজশাহী মহানগরীর থিম ওমর প্লাজা মার্কেটের সামনে সন্ত্রাসীরা সাংবাদিক রফিকুল ইসলামের হামলা করে।

বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরামের কেন্দ্রীয় সভাপতি এরফানুল হক নাহিদ ও মহাসচিব শাহাদাৎ হোসেন মুন্না স্বাক্ষরিত এক বিপ্তপ্তিতে বলেন, সাংবাদিক রফিকুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা তার মাথা ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। প্রকাশ্য দিনের বেলায় এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতার উপর বড় ধরনের আঘাত বলে প্রতিয়মান হয় ।

বিজ্ঞপ্তিতে এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী দাবি করা হয়।