নবাবগঞ্জে দুটি দোকানে ভ্রাম্যমান আদালতের জরিমানা

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার সকালে নবাবগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মশিউর রহমান।
এসময় দুটি চালের দোকানে অসাস্থ্যকর পরিবেশে চাল রাখা ও পাটের বস্তার পরিবর্তে পলিথীনের বস্তা ব্যবহার করার কারনে ১০ হাজার টাকা জরিমানা করেন।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, পর্যায়-ক্রমিক ভাবে উপজেলার সব জায়গাতেই উপজেলা প্রসাশনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যহত থাকবে।