ঢাকা শনিবার, ১৭ই মে ২০২৫, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩২


কোটি টাকার তক্ষকসহ গ্রেফতার ১


৩০ আগস্ট ২০১৯ ০১:২০

ফাইল ফটো

গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে দুইটি তক্ষকসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ আগস্ট) মধ্যরাতে স্থানীয় মুদাফার খলিল মার্কেটের কান্নারটেক এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম মো. আইয়ুব আলী (৪০)। সে ওই এলাকার মো. আলমগীর মাস্টারের বাড়ির ভাড়াটে এবং রহমত আলীর ছেলে।

গাজীপুর মহানগর (গোয়েন্দা) পুলিশের উপ-কমিশনার মো. মনজুর রহমান জানান, বেশ কিছুদিন আগে আইয়ুব আলী তক্ষক দুইটি ধরেন। বড় করে উচ্চমূল্যে বিক্রির জন্য তিনি তার বাসায় খাঁচায় আটকে লালন-পালন করছিলেন। বন্যপ্রাণী আইনে এ ধরণের প্রাণী ধরা বা বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১২টার দিকে টঙ্গী পশ্চিম থানার ওসি এমদাদুলের নেতৃত্বে আইয়ুব আলীর বাড়িতে অভিযান চালানো হয়। পরে তার ঘর থেকে ওই তক্ষক জব্দ করা হয় এবং তাকে আটক করা হয়। জব্দ এ ধরণের তক্ষক চোরাকারবারিদের কাছে প্রায় দেড় কোটি টাকা মূল্যে বিক্রি করা হয় বলে জানা গেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক জানান, তক্ষক ধরা, মারা, ক্রয় ও বিক্রয় করা, আমদানি করা, আয়ত্তে রাখা বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইনে দণ্ডনীয় অপরাধ।