ব্রিজের রেলিং ভেঙে বাস খাদে, নিহত ৬

ফরিদপুর-ঢাকা মহাসড়কের ধুলদী রেলগেট এলাকায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো প্রায় ২০ জন। আজ শনিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
ফরিদপুরে ফায়ার সার্ভিসের ষ্টেশন মাস্টার নুর এ আলম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কমফোর্ট লাইনের একটি বাস গোপালগঞ্জ যাওয়ার পথে বাসটি ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে যায়। এতে হতাহতের এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস যেয়ে হতাহতদের উদ্ধার করে।