ঢাকা শনিবার, ১৭ই মে ২০২৫, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২


নছিমনের ধাক্কায় রিকশাচালক নিহত


২৫ আগস্ট ২০১৯ ০১:৩৩

ফাইল ফটো

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নছিমনের ধাক্কায় আজগর হোসেন (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার বগাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজগর হোসেন মাহমুদপুর ইউনিয়নের সালমদী গ্রামের ওসমানের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে আজগর হোসেন সালমদী থেকে রিকশায় যাত্রী নিয়ে আড়াইহাজারে যাচ্ছিলেন। বগাদী মোড় এলাকায় আড়াইহাজার-গোপালদী সড়কে উঠার সময় একটি নছিমন তার রিকশাকে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এ সময় নছিমনের নিচে পড়ে রিকশাচালক আজগর নিহত হন। তবে নছিমনের চালক পালিয়ে যান।

আড়াইহাজার থানা পুলিশের ওসি মো. নজরুল ইসলাম বলেন, নিহত রিকশাচালকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। নছিমনচালককে গ্রেফতারের চেষ্টা চলছে।