ঢাকা রবিবার, ৫ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১


বাড়িতে গিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টা


২৪ আগস্ট ২০১৯ ২২:১১

ফাইল ফটো

চুয়াডাঙ্গা সদর উপজেলার আমিরপুর গ্রামের পঙ্গু হামিদুল ইসলামের বাড়িতে আজ শনিবার ভোররাতে স্কুলছাত্রীকে ধর্ষণে বাধা দেওয়ায় দূর্বৃত্তদের ছুরিকাঘাতে হাসান আলী (২৬) নামে এক যুবক মারা গেছেন। এই ঘটনায় আহত হয়েছে ওই স্কুলছাত্রীসহ আরও দুই জন। এখানেই শেষ হয়নি ঘটনা, গ্রামবাসীর প্রতিরোধে গণপিটুণীতে ধর্ষক আকবর আলীও নিহত হয়েছে। শনিবার (২৪ আগষ্ট) ভোরে চুয়াডাঙ্গা সদর উপজেলার আমিরপুর গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ বলছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার আমিরপুর গ্রামের পঙ্গু হামিদুল ইসলামের বাড়িতে শনিবার ভোররাতে আকবর আলী নামে এক দূর্বৃত্ত হানা দেয়। এ সময় ওই দূর্বৃত্ত হামিদুল ইসলামের স্কুল পড়ুয়া নাতনীর ঘরে ঢুকে তাকে ধর্ষনের অপচেষ্টা চালায়। স্কুলছাত্রীর আত্ম চিৎকারে পরিবারের সদস্যরা প্রতিরোধ করতে গেলে দূর্বৃত্ত আকবর আলীর উপর্যপুরী ছুরিকাঘাতে ঘটনাস্থলেই নিহত হয় গৃহকর্তার ছেলে হাসান আলী (২৬)। গুরুতর আহত হয় ওই স্কুলছাত্রীসহ তার পঙ্গু নানা হামিদুল ইসলাম।
গ্রামবাসী টের পেয়ে প্রতিরোধ গড়ে তুলে হামলাকারী আকবর আলীকে আটক করে গণপিটুনী দিলে ঘটনাস্থলেই তারও মৃত্যু হয়।

নিহত হাসান আলী আমিরপুর গ্রামের হামিদুল ইসলামের ছেলে। গণপিটুনীতে নিহত আকবর আলী দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর মদনা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। সে দীর্ঘদিন ধরে ওই এলাকাতে সবজীর ব্যবসা করত বলে জানিয়েছে গ্রামবাসী।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খাঁন গণমাধ্যমকে জানান, গণপিটুনীতে নিহত আকবর আলীর স্বভাব চরিত্র খারাপ ছিল। স্কুলছাত্রীকে ধর্ষনের জন্যই মূলত সে ওই বাড়িতে হানা দেয়। স্থানীয় গ্রামবাসী এমনটিই তথ্য দিচ্ছেন। আমরা প্রকৃত ঘটনা অনুসন্ধানে কাজ করছি।