কুমিল্লায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কুমিল্লায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকাল ৪টার দিকে জেলার মুরাদনগর উপজেলার নিমাইকান্দি এলাকায় গোমতী নদীতে গোসল করতে নামলে এ মৃত্যুর ঘটনা ঘটে।
নিহতরা হলো উপজেলার জাহাপুর ইউনিয়নের শুশুন্ডা গ্রামের ইব্রাহীমের ছেলে ইয়ামিন(৬), এবং চট্টগ্রাম থেকে বেড়াতে আসা ইব্রাহীমের ভাই রাজীবের ছেলে নাহিদ(৬)।
জানা যায়, উপজেলার রেজিস্ট্রি অফিস সংলগ্ন নিমাইকান্দি এলাকার ভাড়াটিয়া জাহাপুর ইউনিয়নের শুশুন্ডা গ্রামের ইব্রাহীম মিয়ার ছেলে ইয়ামিন ও চট্টগ্রাম থেকে তাদের বাড়িতে বেড়াতে আসা ইব্রাহীমের ভাই রাজীবের ছেলে নাহিদ দুজনে বুধবার বিকালে অভিভাবকদের অগোচরে গোমতী নদীতে গোসল করতে যায় এবং উভয়ে পানিতে ডুবে মারা যায়।
এ ঘটনায় অভিভাবকদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ ব্যাপারে মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ আহাম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় থানা একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।