ঢাকা শুক্রবার, ১৬ই মে ২০২৫, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩২


বগুড়ায় বিয়েতে বরকে জিম্মি করে হিজড়ারা যা করলো


১৯ আগস্ট ২০১৯ ২১:১৩

ছবি: ইন্টারনেট

বাড়িতে ছেলের বিয়ে। নতুন বউ বাড়িতে আসছেন মাত্র। চলছে আনন্দ উল্লাস। কিন্তু হঠাৎ করেই হাজির হয় একদল হিজড়া। তাদের দাবি মাত্র ১০ হাজার টাকা চাঁদা দিতে হবে। সেই টাকা দিতে বরের বাবা অপারগতার কথা জানালে ওই হিজড়ারা বাড়িতে তাণ্ডব চালায়, ভাঙচুর করে অনেক কিছু।

শনিবার (১৭ আগস্ট) দুপুরে বগুড়ার শেরপুর উপজেলায় গাড়িদহ পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। এসময় হিজড়াদের হামলায় বর শাহিনুর ও বরের বাবা আবদুল হামিদ আহত হন।

জানা গেছে, শনিবার দুপুরে বিয়ে শেষে নতুন স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরলে বাড়ির ফেরে। কিছুক্ষণ পর বাড়ির গেট ভেঙে ভিতরে ঢোকে হিজড়াদের একটি দল।

হিজড়াদের চাহিদা মতো চাঁদা না দেয়ায় তারা বর শাহিনুর রহমান ও তার বাবা আবদুল হামিদকে মারপিট করে এবং ঘরের জানালা ভাঙচুর করে।

এসময় এলাকাবাসী পুলিশে খবর দিলে শেরপুর থানা পুলিশ হিজড়াদের সেখান থেকে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম গণমাধ্যমকে বলেন, হিজড়া নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে। তাদের বেহায়াপনা ঘটনার কথা শোনামাত্র গ্রেফতারের জন্য পুলিশ পাঠানো হয়।