ঢাকা শুক্রবার, ১৬ই মে ২০২৫, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩২


সোনামসজিদ স্থলবন্দরকে মডেল স্থলবন্দরে রুপান্তর করা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী


১৮ আগস্ট ২০১৯ ২০:৩৬

নতুন সময়

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, প্রথম পর্যায়ে দেশের কয়েকটি স্থলবন্দরকে মডেল স্থলবন্দর হিসেবে উন্নয়নের কাজ চলছে। পর্যায়ক্রমে সোনামসজিদ স্থলবন্দরকেও আন্তর্জাতিক মানে উন্নিত করে একটি মডেল স্থলবন্দরে রুপান্তর করা হবে। এই বন্দরকে আর্ন্তজাতিক মানের করতে সরকার সর্বাধিক কাজ করে যাচ্ছে। দেশের অর্থনীতির ভিত্তি মজবুত করতে এবং দেশকে স্বনির্ভর করতে শুধু এ বন্দরই নয়, দেশের প্রতিটি বন্দরকে আর্ন্তজাতিক মানে উন্নিতকরণ করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে শনিবার পানামা পোর্ট লিংক লিমিটেড এর সম্মেলন কক্ষে সোনামসজিদ স্থলবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নিতকরণে স্থলবন্দর সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহরিয়ার আলম বলেন, দেশের উন্নয়নের অগ্রযাত্রা ও প্রবৃদ্ধি সম্প্রসারণ জন্য আগামী কয়েকদিন পর ভারতের পররাষ্ট্র মন্ত্রী বাণিজ্যিক ইস্যুসহ বিভিন্ন বিষয় নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করতে বাংলাদেশ সফর করবেন। এ সফর উভয় দেশের পারস্পারিক বন্ধন ও বাণিজ্যিক সর্ম্পকের বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেসময় বন্দরগুলোর বিভিন্ন সমস্যা তুলে ধরে তা সমাধানের উদ্যোগ নেয়া হবে।

মতবিনিময় সভায় চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মুহা. জিয়াউর রহমান, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক, পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম বিপিএম-পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আলহাজ্ব মো. এরফান আলী, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রাব্বুল আলী, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম, পানামা পোর্ট লিংক লিমিটেড এর পরিচালক রেহান খান, নির্বাহী পরিচালক এস.এম সালাউদ্দিন, সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, আমদানি-রপ্তানীকারক গ্রুপের সভাপতি মো. রফিকুল ইসলামসহ বন্দর সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সোনামসজিদ সীমান্তবর্তী জিরো পয়েন্ট পরিদর্শন করেন এবং বন্দরের বিভিন্ন সমস্যা ও সম্ভবনা বন্দর সংশ্লিষ্টদের কাছ থেকে মনোযোগ সহকারে শোনেন।

এর আগে সভার শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক মিনিট নিরবতা পালন করা হয়।