ঢাকা শুক্রবার, ১৬ই মে ২০২৫, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩২


হালুয়াঘাট থানা পুলিশের অভিযানে নগদ টাকাসহ ১০ জুয়াড়ি আটক


১৮ আগস্ট ২০১৯ ০৫:৪৮

ছবি-নতুনসময়

ময়মনসিংহের হালুয়াঘাট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে নগদ টাকাসহ ১০ জুয়ারিকে আটক করেছেন। জানা যায়, হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস’র নেতৃত্বে এসআই, জ্যোতিষ চন্দ্র সরকার, খোকন চন্দ্র সরকার,মনোয়ার হোসেন, এএসআই আসকরুল সঙ্গীয় ফোস নির্য়ে গোপন সংবাদের ভিত্তিত্বে জুয়া খেলা অবস্থায় নগদ ১১ হাজার ৩শত ৬৯ টাকাসহ ১০ জুয়ারিকে গতকাল শুক্রবার দিবাগত রাতে বিলডোরা ইউনিয়নের রহেলা গ্রামের আবুল কাসেমের বাড়ির পিছনে জুয়া খেলা অবস্থায় আটক করেন।

আটককৃত জুয়ারিরা হলেন, রহেলা গ্রামের মৃত আব্দুল রহমানের পুত্র পসর আলী, মৃত ফজর আলীর পুত্র আবুল কাসেম ও বটগাছিয়াকান্দা গ্রামের আলকাছ উদ্দিনের পুত্র রফিকুল ইসলাম,মৃত ইদ্রিস আলীর পুত্র ফরিদ মিয়া,আবুল কাসেমের পুত্র খোকন মিয়া,মৃত আব্দুল হাকিম এর পুত্র সিরাউন রহমান,মৃত আব্দুল মজিদ এর পুত্র শহীদুল ইসলাম,নবী হোসেনের পুত্র জহিরুল ইসলাম,আবুল কাসেমের পুত্র ফারুক মিয়া ও মৃত কুদরত আলীর পুত্র শাহাবদ্দীন।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, নগদ টাকাসহ আটককৃত ১০ জুয়ারির বিরুদ্ধে বঙ্গীয় জুয়া আইনের ১৮৬৭ এর বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়। জুয়ারিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।