ঢাকা শুক্রবার, ১৬ই মে ২০২৫, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩২


দেওয়ানগঞ্জে পুকুরের পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু


১৮ আগস্ট ২০১৯ ০৪:৩২

প্রতিকি

জামালপুরের দেওয়ানগঞ্জে পুকুরের পানিতে ডুবে রাকিব (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার হেলিপ্যাড পুকুরে এ দুর্ঘটনা ঘটে। সে পৌর শহরের মাটিয়াখোলা গ্রামের মনিরুল হোসেনের ছেলে।

স্থানীয়রা সূত্রে জানা গেছে ,দুপুর দেড়টার দিকে উপজেলার হেলিপ্যাড পুকুরের পানিতে গোসল করতে আসেন রাকিব। পুকুরের পানিতে নেমে ডুবদিলে নিখোঁজ হয় সে। স্থানীয়রা অনেক খোঁজাখুজি করে না পেয়ে দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়।

ফায়ার সার্ভিসের ডুবুরি দল আসার আগেই লাশটি ভেসে ওঠে । পরে তাকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলাইমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।