ঢাকা শুক্রবার, ১৬ই মে ২০২৫, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩২


চাঁপাইনবাবগঞ্জে ভোক্তা অধিকারের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত


১৭ আগস্ট ২০১৯ ০৫:৪৬

নিরাপদ খাদ্য নাগরিক অধিকার,বাস্তবায়নে দায় সবার"এই উক্তিকে সামনে রেখে সারাদেশের ন্যায় আজ ১৬ আগষ্ট শুক্রবার যুব উন্ননয়ন(যুব কমপ্লেক্সে) চাঁপাইনবাবগঞ্জে ভোক্তাঅধিকারের পূর্ণাঙ্গ কমিটি গঠন বণার্ঢ্য র‍্যালী,ও আলোচনা সভা অনুষ্ঠিত।

চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ভোক্তা অধিকারের সদস্য মোঃ মেশবাহুল হকের আহবানে এই অনুষ্ঠান শুরু হয়।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আওয়ামীলিগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য মোঃআব্দুল ওদুদু।

বিশেষ অতিধি হিসেবে উপস্হিত ছিলেন,রংপুর বিভাগীয় সিনিয়র সহ সভাপতি(প্রশাসন),মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা এবং কাউন্সিলর অব ভোক্তাঅধিকার বাংলাদেশ রংপুর বিভাগীয় অহ্বায়ক ও সমন্নয়কারী, মানবতাবাদী মুহাম্মদ সাজ্জাদুর রহমান। অধ্যাপক শরিফুল ইসালম।

উপস্হিত ছিলেন উপজেলার ভাইস চেয়ারম্যান সোহরাব আলী,গণমাধ্যম কর্মীসহ অন্যান্যরা। এই ভোক্তাঅধিকার পূর্ণাঙ্গ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে,মোঃমেশবাহুল হক, সহ সভাপতি, মাওলানা সোহরাব আলী(উপজেলা ভাইস চেয়ারম্যান) সাধারন সম্পাদক, মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মো:আশরাফুল ইসলাম, প্রচার সম্পাদক, সাংবাদিক ফারুক হোসেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ভোক্তাঅধিকারের নতুন পূর্ণাঙ্গ কমিটির সভাপতি মোঃমেশবাহুল হক বলেন,এই ভোক্তাঅধিকারের মূল লক্ষ উদ্দেশ্যই হলো,জনসাধারণকে নির্ভেজাল খাদ্য উপহার দেওয়া।

প্রধান অতিধির বক্তব্যে আব্দুল ওদুদ বলেন, মৌলিক পাচঁটি অধিকারের মধ্যে একটি হলো খাদ্য,এই খাদ্যে ভেজাল থাকলে আমরা আমাদের মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হয়ে যাবো,সুতরাং সুন্দর জীবন যাপন করতে হলে নিরাপদ খাদ্য গ্রহন করতে হবে,যারা খাবারে ভেজাল মেশায় তাদেরকে ধরিয়ে দিন,আমরা তাদের জন্য আইনি ব্যবস্হা নিবো। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবু সালেহ হাম্মাদ রাজিব ।