জামালপুরে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

জামালপুরের দেওয়ানগঞ্জে বজ্রপাতে সহোদর দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার ডাংধরা ইউনিয়নের চেংটিমারী গ্রামের জুনার বিলে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে।
মৃত দুই ভাইয়ের নাম আনোয়ার ইসলাম (২৫) ও আল আমিন (১৭)। আল আমিন স্থানীয় কাউনিয়ারচরের সাভা একাডেমির দশম শ্রেণির ছাত্র। তারা ওই গ্রামের আব্দুল লতিফের ছেলে।
ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. মাসুদ বলেন, আনোয়ার ইসলাম ও আল আমিন শুক্রবার সকালে তাদের বাড়ির কাছেই জুনার বিলে ঠেলা জাল দিয়ে মাছ ধরতে যান। সকাল ১০টার দিকে বৃষ্টির মধ্যে আকস্মিক দুই ভাইয়ের ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তারা। খবর পেয়ে পরিবারের সদস্যরা বিল থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছে বলে জানান ওই ইউপি চেয়ারম্যান।